অনেকেই শেভ করার পর ত্বকে ফুসকুড়ি ওঠার মতো বাজে সমস্যায় ভোগেন। দাড়ি কামানোর পর নতুন দাড়ি বের হয় এবং সেইসঙ্গে ওঠে লাল ফুসকুড়ি। তাতে দেখা যায় পুঁজ। আবার বেশি খোঁটাখুঁটি করলে রক্তারক্তি কাণ্ড। তাছাড়া চেহারার স্বাভাবিক সৌন্দর্য হয় ক্ষতিগ্রস্ত। চলুন এই সমস্যা থেকে রক্ষা পাওয়ার কিছু উপায় জেনে নেয়া যাক-
# শেভ করার সরঞ্জামাদি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। দাড়ি কামানোর আগে ও পরে ভালো করে পরিষ্কার করে নিন।
# ৩ দিনের অপেক্ষার পর শেভ করুন। মুখের দাড়ি বাড়তে সময় দিন। ঘন ঘন শেভিং আপনার মুখের ফুসকুড়ির প্রভাব বাড়াতে পারে।
# হাইড্রোকর্টিসোন যুক্ত ক্রিম ব্যবহার করুন। সপ্তাহে ২-৩ দিন এটির ব্যবহার করলে আপনার ত্বকের সমস্যা দূর হবে। ত্বকের ফোলা ও লাল ভাব দূর হবে। আরামবোধ করতে পারবেন। এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনি অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন।
# এই ধরনের ফুসকুড়ি থেকে যতটা সম্ভব দূরে থাকা ভালো। নখ দিয়ে খুঁটলে হিতে বিপরীত হতে পারে। এমনকি ত্বকে দেখা দিতে পারে ইনফেকশন।
# আপনার ত্বকে যদি এই ধরনের ফুসকুড়ি ওঠার প্রবণতা বেশি থাকে তবে অ্যালোভেরা জেলযুক্ত শেভিং ক্রিম ব্যবহার করুন।
# হালকা গরম পানি দিয়ে শেভ করা ভালো। তাতে ত্বকে ইনফেকশনের প্রবণতা কমে, ফুসকুড়ি ওঠার সম্ভাবনা কমে।
# ভালো কোয়ালিটির শেভিং ক্রিম ব্যবহার করাই ভালো। তবে যেকোনো ক্রিম ব্যবহারের আগে দেখে নিন তা আপনার ত্বকে স্যুট করছে কি না।
# শেভ করার সরঞ্জামাদি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। দাড়ি কামানোর আগে ও পরে ভালো করে পরিষ্কার করে নিন।
# ৩ দিনের অপেক্ষার পর শেভ করুন। মুখের দাড়ি বাড়তে সময় দিন। ঘন ঘন শেভিং আপনার মুখের ফুসকুড়ির প্রভাব বাড়াতে পারে।
# হাইড্রোকর্টিসোন যুক্ত ক্রিম ব্যবহার করুন। সপ্তাহে ২-৩ দিন এটির ব্যবহার করলে আপনার ত্বকের সমস্যা দূর হবে। ত্বকের ফোলা ও লাল ভাব দূর হবে। আরামবোধ করতে পারবেন। এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনি অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন।
# এই ধরনের ফুসকুড়ি থেকে যতটা সম্ভব দূরে থাকা ভালো। নখ দিয়ে খুঁটলে হিতে বিপরীত হতে পারে। এমনকি ত্বকে দেখা দিতে পারে ইনফেকশন।
# আপনার ত্বকে যদি এই ধরনের ফুসকুড়ি ওঠার প্রবণতা বেশি থাকে তবে অ্যালোভেরা জেলযুক্ত শেভিং ক্রিম ব্যবহার করুন।
# হালকা গরম পানি দিয়ে শেভ করা ভালো। তাতে ত্বকে ইনফেকশনের প্রবণতা কমে, ফুসকুড়ি ওঠার সম্ভাবনা কমে।
# ভালো কোয়ালিটির শেভিং ক্রিম ব্যবহার করাই ভালো। তবে যেকোনো ক্রিম ব্যবহারের আগে দেখে নিন তা আপনার ত্বকে স্যুট করছে কি না।