আপনার ত্বকের ক্লান্তি দূর করতে পারে এক টুকরো বরফ। পাশাপাশি ব্রণ, রোদে পোড়া দাগসহ বিভিন্ন সমস্যার সমাধানে বরফের জুড়ি নেই। জেনে নিন বরফ কীভাবে ত্বকের যত্ন নেয়-
.সারাদিন পর বাসায় ফিরে রাতে ঘুমানোর আগে এক টুকরা বরফ ঘষে নিন ত্বকে। দূর হবে ত্বকের ক্লান্তি।
.যাদের ত্বকে মেকআপ সহজে বসতে চায় না তারা মেকআপ ব্যবহার করার আগে বরফ ঘষে নিন ত্বকে। মেকআপ বসবে ঠিকঠাক।
.যাদের ত্বক অতিরিক্ত তেলতেলে তারা বরফের সাহায্য নিতে পারেন। বরফ ত্বকের তৈলাক্ত ভাব দূর করে।
.ত্বক রোদে পুড়ে লালচে হয়ে গেলে পাতলা কাপড়ের মধ্যে বরফের টুকরা নিয়ে ঘষে নিন ত্বক। মুক্তি মিলবে জ্বলুনি থেকে।
.বরফ চমৎকার টোনার হিসেবে কাজ করে। মুখ ধুয়ে বরফ ঘষে নিন ত্বকে। উজ্জ্বল হবে ত্বক।
.সারাদিন পর বাসায় ফিরে রাতে ঘুমানোর আগে এক টুকরা বরফ ঘষে নিন ত্বকে। দূর হবে ত্বকের ক্লান্তি।
.যাদের ত্বকে মেকআপ সহজে বসতে চায় না তারা মেকআপ ব্যবহার করার আগে বরফ ঘষে নিন ত্বকে। মেকআপ বসবে ঠিকঠাক।
.যাদের ত্বক অতিরিক্ত তেলতেলে তারা বরফের সাহায্য নিতে পারেন। বরফ ত্বকের তৈলাক্ত ভাব দূর করে।
.ত্বক রোদে পুড়ে লালচে হয়ে গেলে পাতলা কাপড়ের মধ্যে বরফের টুকরা নিয়ে ঘষে নিন ত্বক। মুক্তি মিলবে জ্বলুনি থেকে।
.বরফ চমৎকার টোনার হিসেবে কাজ করে। মুখ ধুয়ে বরফ ঘষে নিন ত্বকে। উজ্জ্বল হবে ত্বক।