Notice Board
Welcome to our Big Online Community.
পোষ্ট করে টাকা আয় করুন
প্রতি 1 টি পোষ্ট করলেই পাবেন 10 টাকা
Posts

এসএসসি-এইচএসসিতে জিপিএ'র সঙ্গে নম্বরও থাকছে

পরীক্ষায় শিক্ষার্থীদের আগ্রহের কেন্দ্রে থাকে কে কত নম্বর পেয়েছেন। যখন কেউ জিপিএ-৫ অর্জন করতে ব্যর্থ হন, তখন তার মনে নানা প্রশ্ন দেখা দেয়। হয়তো অল্পের জন্য তিনি জিপিএ-৫ পাননি এমন প্রশ্ন মনের ভেতর ঘুরপাক খেতে থাকে।


তাই এবার থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ'র পাশাপাশি কোন শিক্ষার্থী কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন তাও দেয়া থাকবে।

শনিবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. মাহাবুবুর রহমান এমন তথ্য জানিয়েছেন।

রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে এক কর্মশালার আয়োজন করা হয়। সেখানেই এ কথা বলেন তিনি।

মাহাবুবুর বলেন, আগামী ১৮ আগস্ট এইচএসসির ফলাফল ঘোষণা করা হবে। এবার থেকেই জিপিএ'র পাশাপাশি নৈর্ব্যক্তিক, ব্যবহারিক এবং রচনামূলকের নম্বর আলাদাভাবে দেয়া থাকবে। এর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।

Share/Bookmark