হাই ফ্রেন্ড কেমন আছেন ।
আশা করি খুব ভাল নেই। দেশের যা অবস্থা। যাই হোক, নেট বিলের উচ্চমূল্যে র কারনে আমরা সাধারনত
নেটে খুব একটা আসি না।
আশা করি খুব ভাল নেই। দেশের যা অবস্থা। যাই হোক, নেট বিলের উচ্চমূল্যে র কারনে আমরা সাধারনত
নেটে খুব একটা আসি না।
আজ আমি আপনাকে দেখাবো কি করে গ্রামীণ ফোন থেকে ওয়াও বক্স এপ্পের ট্রিক ব্যবহার করে ফ্রী তে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
কিছু সহয সরল হিসাব কষে নেই।
আমরা জানি সপ্তাহে মোট সাতদিন।
আপনি প্রতি সপ্তাহে ফ্রীতে পাবেন ৫০ টি টোকেন এবং একদিন মেয়াদের ২০ এম্বি ইন্টারনেট।
আমরা জানি সপ্তাহে মোট সাতদিন।
আপনি প্রতি সপ্তাহে ফ্রীতে পাবেন ৫০ টি টোকেন এবং একদিন মেয়াদের ২০ এম্বি ইন্টারনেট।
আপনার একদিন গেলো। আর থাকে ছয় ইন। একদিন অনলিমিটেড ফেসবুক পাবেন মাত্র পাচ টি টোকেনের বিনিময়ে। আপনি সপ্তাহে মোট ৫ বারের বেশী নিতে পারবেন না।
ধরলাম আপনি ৫ দিনই এই আনলিমিটেড প্যাক ব্যবহার ক্রলেন তোকেন ব্যাবকার করে। ৫*৫=২৫ টি টোকেন গেলো আপনার। আর থাকে ২৫ টি টোকেন। আপনার সপ্তাহের মোট ছয়দিন গেলো। আর থাকে একদিন। আপনি বাকী ২৫ টি টিকেনের মধ্যে থেকে ২০ টি টোকেন নিয়ে ১০ এম্বি কিনতে পারবেন। আপনার সপ্তাহের সাতদিনই ফ্রী হয়ে গেলো ইন্টারনেট। উপরন্ত আরো ৫ টি টীকেন জমা থেকে গেলো সপ্তাহে।
জানি, খুব বকছেন আমাকে, ফেসবুকই কি সব নাকি। আরে না না, তা অবে কেনো। “Internet.ORG” এপ্প টি নামিয়ে নিন প্লে স্টোর থেকে। সেখানে ফ্রী তে প্রথম আলো, কালের কন্ট, টিউনার পেজ, এমনকি আপনার প্রিয় “Likebd” ও পড়তে পারবেন ফ্রী তে। শুধু মাত্র এড করে নিলেই হবে।
সাবধানতাঃ এই ট্রিকটি শুধুমাত্র গ্রামীন ফোন ওয়াও বক্স এবং ইন্টারনেট ডট ওয়ারজি এপ্পের মাধ্যমে সাধারন ব্যবহারকারীদের জন্য। হেভী ইউজাররা এ ধারে কাছেও যাবেন না।