Notice Board
Welcome to our Big Online Community.
পোষ্ট করে টাকা আয় করুন
প্রতি 1 টি পোষ্ট করলেই পাবেন 10 টাকা
Posts

১ বছর পূর্তিতে ৯ আগষ্ট উইন্ডোজ ১০ মোবাইলের আপডেট আসছে

সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী উইন্ডোজ ১০ মোবাইলের বছর পূর্তিতে আগামী সপ্তায় এর আপডেট আসছে। লুমিয়া ও অন্যান্য উইন ১০ ডিভাইস আগামী ৯ আগষ্ট থেকে এই আপডেট পাবে। তবে অন্যান্য কেরিয়ারের হ্যান্ডসেটে এই আপডেট পাওয়া যাবে ১৬ আগষ্টের পর থেকে। 


প্রতিবেদনটি আরো জানাচ্ছে যে, ক্যারিয়ারগুলি বাড়তি এক সপ্তাহ সময়ে এই আপডেটের মাধ্যমে ফিচার ও তার বৃদ্ধির বিভিন্ন দিকগুলি পরীক্ষা করে নেয়ার সুযোগ পাবে। অবশ্য এখানে যে সব তারিখের কথা উল্লেখ করা হলো সেদিনগুলিতেই যে আপডেটগুলি করা হবে এমন নাও হতে পারে। কারণ শেষ মূহুর্তে যে কোন কিছুর পরিকল্পনারয় পরিবর্তন আসা কোন অস্বাভাবিক বিষয় নয়। 

পাঠক, আপনারা যারা এ খবরটি সম্পর্কে আগে জানেন নি, তাদেরকে জানানো যাচ্ছে যে, মাইক্রোসফট ৯ আগস্ট থেকে আপডেট দেয়ার বিষয়য়ে গত সপ্তায় লুমিয়া ইন্ডিয়ার অ্যাকাউন্টে একটি টুইট বার্তা প্রকাশ করেছিল। অবশ্য সেই টুইটটি পরবর্তীতে মুছে ফেলা হয়েছে।

Share/Bookmark