Notice Board
Welcome to our Big Online Community.
পোষ্ট করে টাকা আয় করুন
প্রতি 1 টি পোষ্ট করলেই পাবেন 10 টাকা
Posts

মালটিপল স্ক্লেরেসিস: ১৫টি বিপজ্জনক উপসর্গ


ওয়েব ডেস্ক: মালটিপল স্ক্লেরেসিস (এম এস) হল একটা স্নায়ুর রোগ যা মূলত মস্তিষ্ক ও মেরুদণ্ডের ক্ষতি করে থাকে। এই রোগটি এক বার হলে সারা জীবনই আপনার 'সাথী' হয়ে থাকবে এবং রীতিমতো ক্ষতি করবে আপনার শরীরের।


ঠিক কী কারণে এমএস হয় তা এখনও বিজ্ঞানীরা আবিষ্কার করে উঠতে পারেননি। আর এই রোগ একেবারে সেরেও যায় না। তবে, সঠিক চিকিত্সা করা হলে মালটিপল স্ক্লেরেসিসকে আয়ত্তের মধ্যে বেঁধে রাখা যেতে পারে। এই রোগে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে কোনও বয়সের বেড়া নেই। যেকোন বয়সের মানুষেরই এই রোগ হতে পারে। তবে, দেখা গেছে, ২০ থেকে ৫০ বছর বয়সীদের মধ্যেই এই রোগের প্রকোপ বেশি দেখা যায়।

Share/Bookmark