ভোলার মনপুরা উপজেলায় জেলেদের জালে ধরা পড়েছে সাড়ে তিন কেজি ওজনের একটি ইলিশ।
মেঘনা নদীতে বুধবার বিকেলে উপজেলার রামনেওয়াজ এলাকার বাসিন্দা আক্তার হোসেন মাঝির জালে ইলিশটি ধরা পড়ে। কোরবান আলী বেপারি নামে এক আড়তদার এই দামে মাছটি কিনেছেন। বড় সাইজের ইলিশটি বিক্রি হয়েছে ১২ হাজার দুইশ’ টাকায়।
এতো বড় মাছ পাওয়ার খবর ছড়িয়ে পড়ে এলাকায়। মাছটি এক নজর দেখার জন্য ভিড় জমে যায় শত শত মানুষের।
আক্তার মাঝি জানান, প্রতিদিনের মতো বুধবার ট্রলার নিয়ে মেঘনায় মাছ শিকারে যান তিনিসহ কয়েকজন জেলে। এ সময় মেঘনার জাগলার চর সীমানায় জালে আটকা পড়ে বড় সাইজের এই ইলিশ মাছটি। পরে সেটি স্থানীয় রামনেওয়াজ মৎস্যঘাটে বিক্রি করা হয়।
জেলেরা জানান, বিগত ৫০ বছরেও এতো বড় সাইজের ইলিশ জেলেদের জালে ধরা পড়েনি। হঠাৎ করে এতো বড় মাছ ধরা পড়ায় জেলে পাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে মাছ শিকারে তারা আরো বেশি আগ্রহী হয়ে পড়েছে।
মেঘনা নদীতে বুধবার বিকেলে উপজেলার রামনেওয়াজ এলাকার বাসিন্দা আক্তার হোসেন মাঝির জালে ইলিশটি ধরা পড়ে। কোরবান আলী বেপারি নামে এক আড়তদার এই দামে মাছটি কিনেছেন। বড় সাইজের ইলিশটি বিক্রি হয়েছে ১২ হাজার দুইশ’ টাকায়।
এতো বড় মাছ পাওয়ার খবর ছড়িয়ে পড়ে এলাকায়। মাছটি এক নজর দেখার জন্য ভিড় জমে যায় শত শত মানুষের।
আক্তার মাঝি জানান, প্রতিদিনের মতো বুধবার ট্রলার নিয়ে মেঘনায় মাছ শিকারে যান তিনিসহ কয়েকজন জেলে। এ সময় মেঘনার জাগলার চর সীমানায় জালে আটকা পড়ে বড় সাইজের এই ইলিশ মাছটি। পরে সেটি স্থানীয় রামনেওয়াজ মৎস্যঘাটে বিক্রি করা হয়।
জেলেরা জানান, বিগত ৫০ বছরেও এতো বড় সাইজের ইলিশ জেলেদের জালে ধরা পড়েনি। হঠাৎ করে এতো বড় মাছ ধরা পড়ায় জেলে পাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে মাছ শিকারে তারা আরো বেশি আগ্রহী হয়ে পড়েছে।